প্রধানমন্ত্রীর কাশীতে আলোর উৎসবে অংশ নেওয়ার 'হর হর মহাদেব' গানের ভিডিও ভাইরাল 




প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 30 নভেম্বর বারাণসীতে দেব দীপাবলি মহোৎসবে অংশগ্রহণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, এটি কাশীর একটি বিশেষ আয়োজন। তিনি জানিয়েছেন, ১০০ বছরেরও বেশি সময় আগে কাশী থেকে খোয়া যাওয়া মা অন্নপূর্ণার মূর্তিটি আবার ফিরে এসেছে। এটি কাশীর জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বলেছেন যে, আমাদের দেব-দেবীদের প্রাচীন যুগের মূর্তি আমাদের বিশ্বাসের এবং অমূল্য ঐতিহ্যের প্রতীক। 


এদিন বাবা কাশী বিশ্বনাথের আশীর্বাদে তিনি কাশীতে আলোর উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করেছেন।  এদিন  সন্ধ্যায় নিজের ট্যুইটার হ্যান্ডেলে 'হর হর মহাদেব' ক্যাপসনে একটি ৩৭ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন।  সেই ভিডিওতে দেখা যাচ্ছিলো ওম নমঃ শিবায় গানে প্রধানমন্ত্রী নিজেকে হারিয়ে ফেলেছেন। গানের তালে নিজে দুলতে থাকেন আর নৌকায় থাকা যাত্রীদের উদ্দেশ্যে হাত নারতে থাকেন। 

মুহূর্তেই এই ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়ে যায়। দেখে নিন সেই ভিডিও-