রাস্তা বেহাল অবস্থায় থাকায় জাতীয় সড়ক অবরোধ

ধুপগুড়ি স্টেশন মোর সংলগ্নে জাতীয় সড়ক অবরোধ করল 15 নম্বর ওয়ার্ড চৌকিদার টারীর স্থায়ী বাসিন্দারা তাদের দাবী দীর্ঘ 12 থেকে 15 বছর রাস্তার বেহাল অবস্থা থাকায় এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর কে জানানো হলে ওয়ার্ড কাউন্সিলর শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় এবং বলেন যে কয়েকদিনের মধ্যে রাস্তা সারাই এর কাজ সুরু হবে কিন্তু তা হচ্ছে না। 

এ বিষয়ে আমরা পুরসভার ভাইস চেয়ারম্যান কে জানালে তিনি আরো বলেন রাস্তার টেন্ডার হয়েছে কাজ অতি দ্রুত শুরু হবে। 

এদিকে ধুপগুড়ি বিধায়ক মিতালী রায় তিনি বললেন রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ তাই মানুষ ধৈর্য্য হারা হয়ে মানুষ পথে নেমেছে।