বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহরে পদযাত্রা
শচীন পাল, সংবাদ একলব্য: এইডস্ দিবসে মানুষকে সচেতনতার বার্তা দিতে পদযাত্রা হলো মেদিনীপুর শহরে। মঙ্গলবার সকালে বিশ্ব এইডস্ দিবসে এই রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং অন্যান্য সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা মূলক পদযাত্রা ও পথসভা। এদিন সকালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পঞ্চুর চক,হেড পোস্ট অফিস রোড, গান্ধী মোড়,বিদ্যাসাগর মোড় হয়ে আবার গন্ধীমোড়ে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সচেতনতা মূলক মাইক প্রচার ও বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। সংকল্প ফাউন্ডেশনের আহ্বানে এদিনের পদযাত্রায় সংকল্প ফাউন্ডেশনের পাশাপাশি মেদিনীপুর সমন্বয সংস্থা, জঙ্গলমহলের উদ্যোগ, হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, শ্রদ্ধা ফাউন্ডেশনের সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংকল্প ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা সমাজসেবী গোপাল সাহা, সংকল্প ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা পারমিতা সাউ, পিন্টু সাউ, রত্না দে, নরোত্তম দে, ড.শান্তনু পান্ডা, ইন্দ্রদীপ সিনহা, মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, অমিতাভ দাশ, অরূপ দাস, জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত মহাপাত্র, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সুদীপ্তা দে, শ্রদ্ধা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বিকাশ ধাড়া, জয়দীপ ঘোষ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিমা রানা, মুনমুন ঘোষ, বিশ্বজিৎ সাউ,অর্ণব পাত্র,অনীশ সাউ সহ অন্যান্য সমাজকর্মীরা। পথসভায় বক্তব্য রাখেন গোপাল সাহা,মৃত্যুঞ্জয় খাটুয়া, সুদীপ কুমার খাঁড়া, সুদীপ্তা দে প্রমুখ। সভা সঞ্চালনা করেন ড.শান্তনু পান্ডা। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান সংকল্প ফাউন্ডেশনের সম্পাদিকা পারমিতা সাউ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊