যাত্রীদের নিরাপত্তা বাড়াতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপে গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক




যাত্রীদের নিরাপত্তা বাড়াতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপে গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। এতদিন চার চাকার গাড়িতে ড্রাইভারের জন্যই এয়ারব্যাগ যেখানে ব্যবহার হতো সেখানে গাড়ির সামনে চালকের পাশে বসে থাকা (কো ড্রাইভার) ব্যক্তির জন্যও এয়ারব্যাগ সিস্টেম চালু করবার ভাবনা চিন্তার কথা জানিয়েছে মন্ত্রক।

গাড়ির সামনের সিটে চালকেরর আসনে পাশে থাকা ব্যক্তি বা সহ চালক (কো- ড্রাইভার)এর জন্য এয়ারব্যাগ ব্যবহারের প্রস্তাব বাধ্যতামূলক করতে জনগণের কাছ থেকে মতামত আহ্বান করা হয়েছে। 

নতুন মডেলের গাড়ির সহ চালকদের জন্য এই নিয়ম কার্যকর করতে আগামী বছরের ১ এপ্রিল এবং পুরনো গাড়ির ক্ষেত্রে ১ জুনের সময়সীমার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে মন্ত্রকের ওয়েবসাইটে ২৮ ডিসেম্বর একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে 30 দিনের মধ্যে জনগন তাদের মন্তব্য / পরামর্শ পাঠাতে পারেন comments-morth@gov.in এই ইমেল আইডি'তে।