পিছিয়ে গেল কলকাতা বইমেলা



পিছিয়ে গেল কলকাতা বইমেলা। কোভিড পরিস্থিতির জেরে পিছিয়ে গেছে অনেক কিছুই। সেই ছায়া কলকাতা বইমেলাতেও। ২৭ জানুয়ারি ২০২১ থেকে শুরু হওয়ার কথা ছিল ৪৫ তম কলকাতা বইমেলা। কিন্তু, কোভিড পরিস্থিতিতে কলকাতা বইমেলার উদ্বোধন পিছিয়ে দেওয়া হচ্ছে বলেই জানানো হল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে। পরিস্থিতি অনুকূল হলে নতুন দিন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 


কিছুটা উদ্বিগ্ন আবার কিছুটা স্বস্তি। কখনও বাড়ছে কখনও কমছে সংক্রমণ। কবে করোনা থেকে রেহাই মিলবে তা কেউই বলতে পারে না। এই পরিস্থিতিতে অতিরিক্ত ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, ০২১-এর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ৪৫-তম কলকাতা বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি বই প্রেমীদের মনে একটু আঘাত হানলো। পিছিয়ে গেল কলকাতা বইমেলা।