এ সি বয়েজ ক্লাবের বজরংবলী পূজা উপলক্ষে দুঃস্থ-দের কম্বল বিতরণ


তপন বর্মন, সাহেবগঞ্জ: 



আজ দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত পাথরশন গ্রামে বজরংবলী পূজা উপলক্ষে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হল। 

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বামনহাট অঞ্চল প্রধান দীপক ভট্টাচার্য, উপ প্রধান নীরোধ চন্দ্র বর্মন, বিশিষ্ট সমাজ সেবি জীবন কৃষ্ণ বোস সহ আরো অনেকে

ক্লাব সভাপতি দীপক দাস জানান, "করোনা পরিস্হিতিতে যাবতীয় বিধি নিষেধ মেনে আজকে বজরংবলী পূজা উপলক্ষে আমরা দুস্থদের জন্য এই সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। "

বামনহাট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচার্য এ সি ক্লাবের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। ।

এসি বয়েজ ক্লাবের বজরংবলী পূজা উপলক্ষে দুঃস্থদের কম্বল বিতরণ

Posted by Sangbad Ekalavya on Tuesday, December 1, 2020