ICICI ব্যাঙ্ক লঞ্চ করল ‘iMobile Pay’-ভারতের প্রথম অ্যাপ যা সকলের জন্য পেমেন্ট ও ব্যাঙ্কিং পরিষেবা জোগায়
- যে কোন ব্যাঙ্কের গ্রাহক এই অ্যাপের সাথে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে ইউপিআই আইডি তৈরি করতে পারেন সঙ্গে সঙ্গে টাকা দেওয়া এবং কেনাকাটা করা শুরু করতে পারে
- তাঁরা সঙ্গে সঙ্গেই আই সি আই সি আই ব্যাঙ্কের পরিষেবার সম্পূর্ণ সম্ভার ব্যবহার করার অধিকারও পেয়ে যাবেন
- গ্রাহকরা যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন
আই সি আই সি আই ব্যাঙ্ক আজ ঘোষণা করল যে তাদের অত্যাধুনিক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ‘iMobile’ কে এমন একটা অ্যাপে পরিণত করা হয়েছে, যা যে কোন ব্যাঙ্কের গ্রাহকদেরই পেমেন্ট ও ব্যাঙ্কিং পরিষেবা জোগাবে। ‘iMobile Pay’ নামের এই অ্যাপ পেমেন্ট অ্যাপের সুবিধাগুলোর এক অনন্য সম্ভার। এই অ্যাপ যে কোন ইউ পি আই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) আই ডি অথবা ব্যবসাকে টাকা দেওয়ার সুযোগ দেয়, বিল মেটানো এবং অনলাইন রিচার্জ করার সুযোগ দেয়। আবার সেভিংস অ্যাকাউন্ট, লগ্নি, ধার নেওয়া, ক্রেডিট কার্ড, গিফট কার্ড, ট্র্যাভেল কার্ড এবং আরো অনেক তাৎক্ষণিক ব্যাঙ্কিং পরিষেবার সুবিধাও জোগায়। ‘iMobile Pay’-র ব্যবহারকারীরা যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটেও টাকা পাঠাতে পারবেন।
‘iMobile Pay’-র আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ‘পে টু কন্ট্যাক্টস’। অর্থাৎ এই অ্যাপ ব্যবহারকারী তাঁর ফোন বুকে থাকা ব্যক্তিদের আই সি আই সি আই ব্যাঙ্কের ইউপিআই আইডি নেটওয়ার্কে অথবা অন্য পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটে ইউপিআই আইডি থাকলে তা এমনিতেই দেখতে পাবেন। এই অনন্য বৈশিষ্ট্য ব্যবহারকারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবিধা। তাঁদের আর কারোর ইউপিআই আইডি মনে রাখতে হবে না এবং সহজেই সমস্ত পেমেন্ট অ্যাপ আর ডিজিটাল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন।
ভারতে এত সুবিধাজনক অ্যাপ এই প্রথম। মোবাইল ব্যাঙ্কিং অ্যাপগুলো এতদিন নিজ নিজ ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যেই আটকে ছিল। ‘iMobile Pay’ সেই গন্ডিটাকে বড় করে দিল। একই সঙ্গে ‘iMobile Pay’ একাধিক অ্যাপ ব্যবহার করার প্রয়োজনও দূর করল, কারণ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সবরকম লেনদেন চালাতে পারবেন। ফলে গ্রাহকরা তাঁদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অ্যাপের সাথে যুক্ত করার যথেষ্ট কারণও খুঁজে পাবেন।
‘iMobile Pay’ চালু করার জন্য দেশের যে কোন ব্যাঙ্কের গ্রাহক অ্যাপটা ডাউনলোড করতে পারেন, তৎক্ষণাৎ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যুক্ত করতে পারেন এবং একটা ইউপিআই আইডি (যা স্রেফ তাঁর মোবাইল নম্বর; উদাহরণ xxxxxx1234.imb@icici) তৈরি করতে পারেন। তাহলেই সবকটা সুযোগ সুবিধা পাবেন।
এই উদ্যোগ সম্বন্ধে শ্রী অনুপ বাগচি, এক্সিকিউটিভ ডিরেক্টর, আই সি আই সি আই ব্যাঙ্ক বললেন, “আই সি আই সি আই ব্যাঙ্ক সবসময় পথ দেখানোর মত নতুন জিনিস চালু করার ব্যাপারে সামনের সারিতে থেকেছে। সেই জিনিসগুলো ভারতে ডিজিটাল ব্যাঙ্কিং যেভাবে চলে, তার রূপান্তর ঘটানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সমৃদ্ধ ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে আমরা ২০০৮-এ দেশের প্রথম মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ‘iMobile’ চালু করেছিলাম।
সাম্প্রতিক অতীতে আমরা ব্যবহারকারীদের সাথে কথাবার্তা চালাতে গিয়ে তাঁদের দুটো মনোভাব বুঝতে পেরেছি। প্রথমত, আমাদের গ্রাহক নন এমন অনেকেই ‘iMobile’ ব্যবহার করতে আগ্রহী। দ্বিতীয়ত, গ্রাহকরা আলাদা আলাদা প্রয়োজন মেটাতে আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করে ক্লান্ত এবং সত্যিই জানতে চান একটা অ্যাপ ব্যাঙ্কিং আর পেমেন্টের সমস্ত কাজ মেটাতে পারে কিনা। এগুলো জেনে নিয়ে নিজেদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের কাজের পরিধি বাড়াতে পেরে আমরা উচ্ছ্বসিত। এবার থেকে যে কোন ব্যাঙ্কের গ্রাহকই আমাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের সারল্য, গতি আর সুরক্ষা উপভোগ করতে পারবেন। তাঁরা নিজেদের সবকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অ্যাপের সাথে যুক্ত করে নিতে পারেন। অর্থাৎ তাঁরা অন্য ব্যাঙ্কের গ্রাহক থেকেই সমস্ত ডিজিটাল লেনদেনের জন্য ‘iMobile Pay’ ব্যবহার করতে পারেন। তাছাড়া এতদিন যেসব লেনদেন একগাদা পেমেন্ট অ্যাপের মাধ্যমে করছিলেন, সেইসব এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন।
আমাদের বিশ্বাস এই নতুন জিনিসটা ব্যবহারকারীদের ভাল লাগবে, কারণ এতে তাঁদের একটা অভূতপূর্ব সুবিধা দেওয়া হচ্ছে। এক জায়গায় পেমেন্ট আর ব্যাঙ্কিং অ্যাপগুলোর সমস্ত কাজ করা যাচ্ছে।”
শ্রী অসবে, এমডি এবং সিইও, এন পি সি আই বললেন, “আই সি আই সি আই ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, যা ইউপিআই সম্বলিত এবং অন্য সব ইউপিআইভিত্তিক পেমেন্ট অ্যাপগুলোর সাথে মিলে কাজ করতে পারে, তার রূপান্তর ঘটানোর কাজ সহজতর করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর একটাকে অন্যগুলোর সাথে যুক্ত করার ব্যাপারে ব্যাঙ্কিং ব্যবস্থাকে অনুপ্রেরণা দেবে। ইউপিআই নির্ঝঞ্ঝাট, সুরক্ষিত এবং সুবিধাজনক পেমেন্টের অভিজ্ঞতা দেয় বলে ব্যবহারকারীরা জানেন। আমাদের বিশ্বাস ব্যাপক হারে ইউপিআই-এর ব্যবহার ব্যাঙ্কিং ব্যবস্থাকে জোরদার করবে এবং কম নগদের সমাজ তৈরি করার যে লক্ষ্য আমাদের সবার আছে, তা পূরণ করতেও সাহায্য করবে।”
বহু বছর ধরে নামকরা গবেষণা সংস্থাগুলো ‘iMobile’ কে তার পরিষেবার বিরাট সম্ভার, ব্যবহারকারীর প্রতি বন্ধুত্বপূর্ণ গঠন আর খুব সহজেই বুঝে ফেলা যায় এমন ডিজাইনের জন্য পৃথিবীর অন্যতম সেরা ব্যাঙ্কিং অ্যাপের শিরোপা দিয়েছে। যেমন বিখ্যাত গ্লোবাল রিসার্চ ফার্ম ফরেস্টার গত পাঁচ বছর পরপর ‘iMobile’ কে সবচেয়ে উপরের দিকের অ্যাপগুলোর মধ্যে জায়গা দিয়েছে।
‘iMobile Pay’-র মূল বৈশিষ্ট্যগুলো হল:
- সবার জন্য উন্মুক্ত: ‘iMobile Pay’ সব ব্যাঙ্কের গ্রাহকদের এই অ্যাপ ডাউনলোড করার এবং শ্রেষ্ঠ মানের নিরাপত্তা ব্যবস্থা সমেত দ্রুত লেনদেনের অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ দেয়।
- পেমেন্ট অ্যাপের মত কাজ করে: গ্রাহকদের যে কোন পেমেন্ট অ্যাপের কিউ আর কোড স্ক্যান করতে দেয় এবং যে কোন ইউপিআই আইডিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা নিজেকে টাকা পাঠাতে দেয়। ব্যবহারকারীরা এখানে বিনামূল্যে সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে পারেন। উপরন্তু, ব্যবহারকারীরা পেট্রল পাম্প, মুদির দোকান, রেস্তোরাঁ, ওষুধের দোকান, হাসপাতাল, মাল্টিপ্লেক্সের মত বহু জায়গায় এই অ্যাপের মাধ্যমে টাকা দিতে পারেন। তাছাড়াও তাঁরা যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, পেমেন্ট অ্যাপে বা ডিজিটাল ওয়ালেটে টাকা পাঠাতে পারেন।
ব্যাঙ্কিং শিল্পে এটাই প্রথম অ্যাপ যেখানে ব্যবহারকারীরা ‘পে টু কন্ট্যাক্ট’ ফিচার ব্যবহার করতে পারেন, বন্ধুদের ইউপিআই আইডি মনে রাখার দরকার নেই। যে ফোন কন্ট্যাক্টরা অন্য কোন জনপ্রিয় পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটে রেজিস্টার্ড, এই ফিচার ব্যবহার করে তাঁদের আই সি আই সি আই ব্যাঙ্ক ইউপিআই আইডি ব্যবহার করে টাকা পাঠানো যাবে বা তাঁদের থেকে টাকা নেওয়া যাবে। অ্যাপগুলোর মিলিতভাবে কাজ করার উপরে ভিত্তি করে তৈরি এই ফিচার নিজে নিজেই কন্ট্যাক্টপিছু তিনটে পর্যন্ত ইউপিআই আইডি দেখায়, যাতে টাকা পাঠানো যাবে।
ব্যাঙ্কিং পরিষেবা দেয়: অ্যাপটা আই সি আই সি আই ব্যাঙ্কের সাথে গ্রাহকের নতুন সম্পর্ক তৈরি করার প্রবেশ পথ হিসাবেও কাজ করে। তাঁরা ডিজিটালি এবং তাৎক্ষণিকভাবে একটা আই সি আই সি আই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, জয়েনিং ফি বিহীন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং গৃহঋণ/ব্যক্তিগত ঋণ/গাড়ির ঋণের তাৎক্ষণিক অনুমোদন পেতে পারেন।
একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে দেয়: ব্যবহারকারীরা যুক্ত অ্যাকাউন্টগুলোর যে কোন একটা ব্যবহার করেই লেনদেন করতে পারেন। সেগুলো একটাই ইউপিআই আইডি থেকে হবে। সেই আইডি তৈরি হয় প্রথম অ্যাকাউন্টটা যুক্ত করার সময়।
শিগগির আরো অনেককিছু যোগ করা হবে: আসন্ন আকর্ষণীয় ফিচারগুলোর তালিকায় আছে ইউটিলিটি বিল জমা দেওয়া, মোবাইল ফোন রিচার্জ করা, CIBIL স্কোর দেখা, ট্র্যাভেল টিকিট বুক করা, ট্র্যাভেল কার্ড ও গিফট কার্ড কেনা, এফ ডি, আর ডি, মিউচুয়াল ফান্ড আর বীমায় লগ্নি করা। স্পেন্ডস ট্র্যাকার নামে একটা ফিচারও দেওয়া হবে, যেখানে সমস্ত খরচের সামগ্রিক হিসাব দেখা যাবে। সব লেনদেন নির্দিষ্ট বিভাগে ভাগ করা থাকবে, যাতে ব্যবহারকারীরা তাঁদের জমা টাকার দিকে লক্ষ্য রাখতে পারেন।
অ্যাপটা ব্যবহার করতে শুরু করার সহজ ধাপগুলো এইরকম:
১ ডাউনলোড: গুগল প্লে স্টোর থেকে ‘iMobile Pay’ অ্যাপটা ডাউনলোড করুন, খুলুন এবং চার অঙ্কের লগ-ইন পিন সেট আপ করুন। আঙুলের ছাপ ব্যবহার করে লগ ইন করার বিকল্পও আছে। দয়া করে মনে রাখুন, যে অ্যাপটা শিগগির আইওএস ডিভাইসের জন্যও পাওয়া যাবে।
২ অ্যাকাউন্ট (গুলো) যুক্ত করুন: ওয়েলকাম স্ক্রিনে ‘লিঙ্ক অ্যাকাউন্ট’-এ আঙুল ছোঁয়ান এবং যে কোন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট যুক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করুন। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও যুক্ত করতে পারেন।
৩ ইউপিআই আইডি তৈরি করুন: অ্যাকাউন্ট (গুলো) যুক্ত করা হয়ে গেলে একটা ইউপিআই আইডি তৈরি হবে, যা দিয়ে লেনদেন শুরু করা যেতে পারে। এই ইউপিআই আইডি যুক্ত করা সবকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্যই এক থাকবে। লেনদেনের সময় ব্যবহারকারী স্রেফ কোন একটা অ্যাকাউন্ট বেছে নেবেন।
সুবিধাগুলো সম্বন্ধে আরো জানতে: https://www.icicibank.com/mobile-banking/imobile-pay.page. অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যান।
খবর এবং আপডেটের জন্য www.icicibank.com আর টুইটারে আমাদের ফলো করুন www.twitter.com/ICICIBank
With #iMobilePayByICICIBank, customers of any bank in India can
— ICICI Bank (@ICICIBank) December 7, 2020
✅ Link bank account 🔗🏦
✅ Generate UPI ID 📝
✅ Make seamless payments💰
✅ Pay bills 🔌🚰
✅ Do online recharges 📲
& much more!
Know more on: https://t.co/Mv4O0qe2mY pic.twitter.com/c0uBWiixIV
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊