পদ্ম এবং ঘাসফুল শিবিরকে একহাত নিলেন মীনাক্ষী মুখার্জী

পদ্ম এবং ঘাসফুল শিবিরকে একহাত নিলেন  মীনাক্ষী মুখার্জী



 SER-23,বাঁকুড়া ৭ডিসেম্বর:

কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করা, কৃষকদের ফসলের নায্য দাম দেওয়া এবং দিল্লীর ঐতিহাসিক কৃষক বিদ্রোহের প্রতি সংহতি জানাতে আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে মিছিল ও এক পথসভার আয়োজন করা হয় সি. পি. আই (এম) এর গঙ্গাজলঘাঁটি এরিয়া কমিটির পক্ষ থেকে।এই পথসভায় উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভার বাম বিধায়ক সুজিত  চক্রবর্তী, ভারতের গণতান্ত্রিক যুব ফেডরেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা নেত্রী মীনাক্ষী মুখার্জী সহ বাম দলীয়কর্মীবৃন্দরা । আজকের এই পথসভা থেকে পদ্ম এবং ঘাসফুল শিবিরকে একহাত নিলেন  মীনাক্ষী মুখার্জী ।

পাশাপাশি এই পথসভা থেকে মুখ্যমন্ত্রী প্রদত্ত স্বাস্থ্যসাথী কার্ড হসপিটালে গ্রহণ যোগ্য হবে না বা হসপিটাল কতৃপক্ষ বেড খালি না থাকার অজুহাত দেখিয়ে রোগীকে ফিরিয়ে দেবে বলে তিনি অভিযোগ করেন ।

এই অভিযোগের প্রত্তুত্তরে কী বললেন গঙ্গাজলঘাঁটি ব্লক সভাপতি ইন্দ্রজিত কর্মকার আমরা শুনে নেব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ