Gmail থেকে Youtube- হঠাৎ বন্ধ Google পরিষেবা 

Google was hit with massive outage, including YouTube, Gmail and Google Classroom



Gmail এবং অন্যান্য google পরিষেবাগুলি  হঠাৎ কাজ করা বন্ধ করে  দেয়। এই সমস্যা শুধু ভারতে নয় গোটা বিশ্ব এই সমস্যার সম্মুখীন হয়। গুগুলের হঠাৎ এমন থমকে যাওয়ায় অনেকেই ঘাবড়ে যায়। এই নিয়ে twitter এ ট্রেন্ডিং বিষয় হয়ে দাড়ায়। 


চলতি বছরের আগস্টে একই ঘটনার মুখোমুখি হয় গুগুল, যার কারন এখনো নির্ধারণ করতে পারেনি Google.

এদিন ইউটিউব, ব্লগার, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, গুগল ডক্স এবং গুগল মিটের মতো অন্যান্য গুগল পরিষেবাগুলিও প্রভাবিত হয়েছে।