Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিজের বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন, সংবর্ধনা পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের

নিজের বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন, সংবর্ধনা পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের


সংবাদ একলব্যঃ গত রবিবার নিজের বৌভাত উপলক্ষ্যে অনন্য নজির গড়ে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন দিনহাটা ১ নং ব্লকের জনৈক যুবক পঙ্কজ সাহা। তাঁর এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পাড়া-প্রতিবেশী সহ এলাকাবাসী। এবার পঙ্কজবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নববিবাহিত বর-বধূকে সংবর্ধনা দিলো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের বড়শাকদল-নিগমনগর বিজ্ঞান সভা। সোমবার বিজ্ঞান সভার সদস্যরা পঙ্কজবাবুর বাড়িতে উপস্থিত হয়ে তাঁকে ও নববধূ নবনীতা সাহাকে ফাইলের তোড়া উপহার দিয়ে সংবর্ধনা দেন। 



উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের কোচবিহার জেলা কমিটির সদস্য দীপক পাল, বড়শাকদল-নিগমনগর বিজ্ঞানসভার সদস্য সঞ্জীব কর্মকার, প্রদীপ বর্মন, অনুপ বর্মন, সন্দীপন দাস প্রমুখ।


দীপকবাবু জানান, "বেশিরভাগ মানুষই নিজের বা নিকটাত্মীয়ের বিয়েতে হৈ-হুল্লোড় করে কাটায়। সেখানে দাঁড়িয়ে পঙ্কজবাবুর এই অভিনব চিন্তাভাবনা সত্যিই প্রশংসার যোগ্য। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম তাঁর বাড়িতে। তাঁদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code