নিজের বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন, সংবর্ধনা পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের


সংবাদ একলব্যঃ গত রবিবার নিজের বৌভাত উপলক্ষ্যে অনন্য নজির গড়ে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন দিনহাটা ১ নং ব্লকের জনৈক যুবক পঙ্কজ সাহা। তাঁর এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পাড়া-প্রতিবেশী সহ এলাকাবাসী। এবার পঙ্কজবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নববিবাহিত বর-বধূকে সংবর্ধনা দিলো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের বড়শাকদল-নিগমনগর বিজ্ঞান সভা। সোমবার বিজ্ঞান সভার সদস্যরা পঙ্কজবাবুর বাড়িতে উপস্থিত হয়ে তাঁকে ও নববধূ নবনীতা সাহাকে ফাইলের তোড়া উপহার দিয়ে সংবর্ধনা দেন। 



উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের কোচবিহার জেলা কমিটির সদস্য দীপক পাল, বড়শাকদল-নিগমনগর বিজ্ঞানসভার সদস্য সঞ্জীব কর্মকার, প্রদীপ বর্মন, অনুপ বর্মন, সন্দীপন দাস প্রমুখ।


দীপকবাবু জানান, "বেশিরভাগ মানুষই নিজের বা নিকটাত্মীয়ের বিয়েতে হৈ-হুল্লোড় করে কাটায়। সেখানে দাঁড়িয়ে পঙ্কজবাবুর এই অভিনব চিন্তাভাবনা সত্যিই প্রশংসার যোগ্য। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম তাঁর বাড়িতে। তাঁদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি।"