গৃহস্থালির জিনিসের ব্র্যান্ড সিস্কা গ্রুপ এবার নিয়ে এলো নানারকম FANS এর সম্ভার
নিয়ে এল সিলিং, পেডেস্টাল, টেবিল, এক্সহস্ট, ডেকরেটিভ, পোর্টেবল এবং দেওয়াল ফ্যান সহ নানারকম পাখার বিস্তৃত সম্ভার
মুম্বাই, ১৪ ডিসেম্বর ২০২০: ভারতের অগ্রগণ্য FMEG ব্র্যান্ড সিস্কা গ্রুপ আজ পাখার বাজারে প্রবেশ করার কথা ঘোষণা করল। বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার লক্ষ নিয়ে নতুন নতুন বিভাগের জিনিস নিজেদের প্রোডাক্ট সম্ভারে যোগ করে সিস্কা বৃদ্ধির মুখ দেখেছে। সিস্কা ফ্যানস-এর লঞ্চ যে যে জিনিসের দ্বারা পুষ্ট, সেগুলো হল সিস্কা গ্রুপের স্বভাবসিদ্ধ সৌন্দর্যবোধ, উদ্ভাবনী শক্তি আর দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখার ক্ষমতা। সিস্কা সিলিং, পেডেস্টাল, টেবিল, এক্সহস্ট, ডেকরেটিভ, পোর্টেবল এবং দেওয়াল ফ্যানের বিস্তৃত সম্ভার নিয়ে পাখার বাজারে পা রেখেছে। সাধারণ এবং ডেকরেটিভ --- দুরকম মডেলেই এই পাখাগুলো পাওয়া যাবে। এগুলোতে আছে অত্যাধুনিক শব্দহীন মোটর আর চওড়া ব্লেড, যা হাওয়া চলাচলের উন্নততর ব্যবস্থা করে। সবরকমের প্রয়োজন এবং রুচিকে মাথায় রেখে সিস্কার পাখার সম্ভার কল্পনা এবং ডিজাইন করা হয়েছে । সুন্দর ডিজাইন এবং নিখুঁত মোল্ডিং-এ তৈরি এই ফ্যানগুলো কাঠ, ধাতু, প্লাস্টিক এবং স্বচ্ছ ব্লেডসহ পাওয়া যাচ্ছে। পাখার এই বিস্তৃত সম্ভার সমস্ত প্রথম সারির খুচরো ও ই-টেল স্টোরে পাওয়া যাবে। ফলে ক্রেতারা নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক জিনিসটা পছন্দ করে সহজে কেনার সুযোগ পাবেন।
আধুনিক, স্মার্ট বাড়ির জন্য ডিজাইন করা এই নতুন সম্ভারে রয়েছে LED আলো লাগানো পাখা এবং একটা রিমোট কন্ট্রোল ফিচার, যার সাহায্যে টাইমার সেট করা যায়, পাখার গতি নিয়ন্ত্রণ করা যায় অথবা পাখাটাকে স্লিপ মোড কন্ট্রোলে রেখে দেওয়া যায়। বিভিন্ন আকারের ঘরের জন্য এই পাখাগুলো বিভিন্ন আকারের ব্লেডসহ (১২০০ মিমি, ৬০০ মিমি, ৯০০ মিমি) পাওয়া যাচ্ছে। সিস্কা নতুন ধরনের BLDC পাখাও লঞ্চ করেছে, যাতে বিদ্যুৎ সাশ্রয়ের ফিচার রয়েছে। এই ফিচার বিদ্যুতের ব্যবহার ৫০% পর্যন্ত কমিয়ে ফেলতে পারে। BLDC মোটরের উপর তামার পুরু বেষ্টনী থাকায় কম তাপ উৎপাদন হয়, ফলে পাখার আয়ু বেশি হয়।
একটা প্রোডাক্টের বাজারে নতুন প্রবেশ করা সম্বন্ধে শ্রী রাজেশ উত্তমচন্দানি, ডিরেক্টর, সিস্কা গ্রুপ, মন্তব্য করেন, “নিজেদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে নতুন বিভাগে প্রবেশ করা এবং পাখার ব্যবসায় নামার সিস্কা গ্রুপের এটাই সুযোগ। এই বিভাগে অভাবনীয় বৃদ্ধির সুযোগ রয়েছে, কারণ অদূর ভবিষ্যতে বাড়ির পাখার বাজারে জোয়ার আসা অবশ্যম্ভাবী। সিস্কায় আমরা যুগের চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে থাকা উদ্ভাবনীমূলক প্রোডাক্ট এবং সমাধান জুগিয়ে ক্রেতাদের বিদ্যুৎ সাশ্রয় করাতে দৃঢ়প্রতিজ্ঞ। সিস্কা ফ্যানসে রয়েছে ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট মোটর প্রযুক্তি, যা ৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে। এই কোম্পানি বরাবর বিশ্বাস করেছে, যে প্রথমে মাঠে নেমে সে এগিয়ে থাকে, এবং আমরা সবরকম পাখার মধ্যেই রুচিসম্মত, প্রযুক্তিগতভাবে উন্নত এবং উন্নততর প্রোডাক্ট এনে আমাদের ভারতজোড়া ক্রেতাদের জীবনকে আরো সুন্দর করে তুলেছি। আমাদের লক্ষ সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগে অবদান আরো বাড়ানো।”
সিস্কা গ্রুপ, এখন যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাজকুমার রাও, আজকের সদা পরিবর্তনশীল ক্রেতার প্রয়োজন মেটানোর জন্য ধারাবাহিকভাবে যুগান্তকারী প্রযুক্তিতে তৈরি প্রোডাক্ট তৈরি করার ব্যাপারে সামনের সারিতে থেকেছে। সরকারের মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত উদ্যোগের সাথে তাল মিলিয়ে লঞ্চ করা এই নতুন বিভাগের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ভারতে তৈরি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊