পৃথিবীর অন্তিম প্রান্তেও কোভিডের থাবা, আক্রান্ত ৩৬
এতদিন কোভিড মুক্ত ছিল আন্টার্কটিকা। কিন্তু আর রক্ষা হল না। অবশেষে আন্টার্কটিকাতে থাবা বসালো কোভিড ১৯। চিলির সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, আন্টার্কটিকা উপদ্বীপের Bernardo O'Higgins গবেষণাকেন্দ্রে ৩৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
সংবাদসংস্থা সুত্রে জানা যায়, খবরে প্রকাশ অনুযায়ী আক্রান্ত ৩৬ জনের মধ্যে ২৬ জনই সামরিক কর্মকর্তা। এবং ১০ জন রক্ষণাবেক্ষণকর্মী। তাঁদের সকলকেই চিলিতে সরানো হয়েছে।
জানা যাচ্ছে, চিলির নৌবাহিনীর একটি জাহাজে করে ২৭ নভেম্বরে ওই গবেষণাকেন্দ্রটিতে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়। ১০ ডিসেম্বর এটি চিলিতে ফিরে যায়। চিলির নৌবাহিনীর ঘাঁটিতে ফিরে যাওয়ার পরে জাহাজের তিনজন প্রাথমিক ভাবে করোনাভাইরাসে সংক্রমিত হন। একদিন পরেই ওই গবেষণাকেন্দ্রে ৩৬ জন সংক্রমিত হওয়ার খবর আসে।
চিলির নৌবাহিনী বলছে, আন্টার্কটিকা সফর যাঁরা শুরু করেছিলেন, তাঁদের সকলের PCR TEST করা হয়েছিল। এবং সবারই করোনা নেগেটিভ এসেছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊