Special drive under Journalist Welfare Scheme
Journalist Welfare Scheme-এ বিশেষ উদ্যোগ-করোনায় মৃত সাংবাদিকদের পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এলো কেন্দ্র।
করোনা কালে নিজের জীবনকে বিপন্ন করে সাংবাদিকরা ছুটে বেড়িয়েছেন খবরের খোঁজে। আর তার ফলে অনেক সাংবাদিকই করোনায় আক্রান্ত হয়-অনেকে চিরদিনের জন্য বিদায় গ্রহণ করে না ফেরার দেশে চলে যায়।
সেই সমস্ত মৃত সাংবাদিকদের শ্রদ্ধা জানাতে Journalist Welfare Scheme (JWS) থেকে করোনায় মৃত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে।
এক্ষেত্রে আবেদনপত্র গ্রহণ করছে PIB, আবেদনপত্রটি Download করতে ক্লিক করুন- download
আবেদনপত্রটির সাথে - সাংবাদিক হিসাবে কাজ করবার প্রমাণপত্র, করোনায় মৃত্যু-তার শংসাপত্র, পরিবারের ইনকাম সার্টিফিকেট- এই সমস্ত ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
আবেদনপত্র মেইল করে পাঠাতে হবে-
prspib101@gmail.com অথবা adgpf107@gmail.com ঠিকানায় ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊