Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাত্র ২১ বছর বয়সে মেয়র হিসাবে নিযুক্ত হয়ে রেকর্ড গড়তে যাচ্ছে আর্য রাজেন্দ্রন

মাত্র ২১ বছর বয়সে মেয়র হিসাবে নিযুক্ত হয়ে রেকর্ড গড়তে যাচ্ছে আর্য রাজেন্দ্রন

 

মাত্র ২১ বছর বয়সে কেরালার রাজধানী শহর তিরুবনন্তপুরুম কর্পোরেশনের মেয়র হিসাবে নিযুক্ত হয়ে ভারতের সবথেকে কমবয়সী মেয়র হতে চলেছে আর্য। 

কেরালার তিরুবনন্তপুরুমের একটি কলেজে অঙ্ক অনার্স নিয়ে পড়াশোনা করছে আর্য, সাথে SFI এর নেত্রী। সিপিআইএমের হয়ে সে সদ্য কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছে। আর তাঁকেই মেয়র নির্বাচিত করতে চলেছে সিপিআইএম।


মুডাভানমুগাল ওয়ার্ড থেকে সিপিএম প্রার্থী আর্য ইউডিএফ প্রার্থী শ্রীকালাকে ২৮৭২ ভোটে পরাজিত করেছিল।

আর্য জানিয়েছে যে, এই পদ সম্পর্কে তিনি এখন পর্যন্ত দলের কাছ থেকে কোনও তথ্য পায়নি,  তবে দায়িত্ব পেলে তা তিনি আনন্দের সাথে গ্রহণ করবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code