তৃণমূল ছেড়ে বিজেপি যুব মোর্চায় যোগদান ১২৫ যুবকের 


অভীক মিত্র , বীরভূম :


বৃহস্পতিবার সকালে বিজেপি যুবমোর্চার রাজ্য সম্পাদক বীরভূম জেলার ভূমিপুত্র অনুপ সাহার হাত ধরে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের লাগোয়া কাপাসতোর গ্রামের একশো পঁচিশজন যুবক তৃণমূল ছেড়ে বিজেপি যুব মোর্চায় যোগদান করেন।


এছাড়াও দুবরাজপুর গ্রামীণ , খয়রাসোল গ্রামীণ ও বি মন্ডল থেকে প্রায় ৩৫০ জন যুবক বিজেপিতে যোগদান করেন ,তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন জেলার সাধারণ সম্পাদক উত্তমকুমার রজক । তাঁদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বলে বিজেপিসূত্রে জানা গিয়েছে । 



এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির নেতা প্রভাত চ্যাটার্জী, বিজেপি যুব মোর্চার জেলা সহসভাপতি গোপাল ঘোষ,সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ বিজেপি অন্যান্য নেতৃবৃন্দ ।