আলিপুরদুয়ার জেলা যোগা সংস্থার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল দ্বিতীয় আন্ত জেলা যোগা প্রতিযোগিতা।রবিবার আলিপুরদুয়ার আদর্শ যোগা সেন্টারে তিনদিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার সূচনা হয়।এই প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
মোট ১৪ টি বিভাগের প্রায় ৩৫০ জন প্রতিযোগী তিনদিন ধরে নিজেদের দক্ষতার পরিচয় দেবেন বলে জানান সংস্থার সভাপতি প্রবীর দত্ত।বিজয়ী প্রতিযোগীরা ৪৭ তম রাজ্য যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলে জানা যায়।আজ ৮০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বীতা করে বলে আয়োজকদের তরফে জানানো হয়।
জেলার সকল জায়গায় যোগাকে ছড়িয়ে দিতে এবার আলিপুরদুয়ার শহর ছাড়াও তেলিপাড়া এবং সালকুমারে এবছর যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান প্রবীর বাবু।
Posted by Sangbad Ekalavya on Monday, November 23, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊