কে হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ? উত্তর দিলেন অমিত শাহ 



সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে একে একে রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর তারপরেই রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে রাজনৈতিক মহলে চলছে চাপানউতার। কে হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। আর অনুমানে বারবার উঠেছে আসছে দুটি নাম। একজন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অন্যজন শুভেন্দু অধিকারী। 


শুভেন্দু না সৌরভ? বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ কে? সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্ন ছোড়া হলে তাঁর উত্তর দুটি নাম বলছেন কেন, তালিকা অনেক লম্বা। অনেকের সঙ্গেই নিয়মিত কথা চলছেই। এদিন অমিত শাহ দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দেন 'মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে ভাববেন না। আমাদের লক্ষ্য সোনার বাংলা এবং পরম বৈভবশালী ভারত গড়ে তোলা। '



একাধিক কারণে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বার বার দুটি নাম উঠে আসছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সফলতা রয়েছে। তাঁকে ঘিরে আবেগ রয়েছে বাঙালির। বিসিসিআই সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন এখন তিনি । অমিত শাহের হস্তক্ষেপেই সৌরভ ওই পদ পেয়েছেন বলে খবর। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ইদানীং গতিপ্রকৃতি বোঝা যাচ্ছে না। দলীয় নেত্রীর নাম করছেন না। 'আমরা দাদার অনুগামী' ব্যানারে ছড়িয়ে পড়েছে রাজ্যে। ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করে চলেছেন। অনেকের মতে, শুভেন্দু বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও কোনও পক্ষই এখনও এনিয়ে কোনোরূপ নিশ্চয়তা দেননি। 


এদিন অমিত শাহ বলেন,''মুখ্যমন্ত্রীর মুখ দলের সভাপতি নির্বাচন করবেন। সংসদীয় বোর্ড আছে। অনেক জায়গায় তো মুখ ছাড়াই লড়েছি। এই দেখুন না উত্তরপ্রদেশেও তো কোনও মুখ ছিল না। তাও তিন চতুর্থাংশ আসন পেয়েছি।''