Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গে স্কুল,কলেজ খোলার বড় বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়! জানালেন সময়সূচি




পশ্চিমবঙ্গে স্কুল,কলেজ খোলার বড় বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়! জানালেন সময়সূচি



তনজিৎ সাহা, কলকাতা : 

করোনা আবহের মধ্যেই যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে আগামী মাস থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হচ্ছে।তবে কবে থেকে স্কুল খুলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী জানান, কবে থেকে এবং কীভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে পারে, তা নিয়ে আলোচনার জন্য কালীপুজোর পরে ফের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। তাঁর কথায়, “বৈঠকে যে সব বিষয় নিয়ে কথা হবে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। তারপরই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে আপাতত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু থাকবে বলে জানিয়েছেন পার্থবাবু।




তিনি আরও জানান, ডিসেম্বরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথমে ক্লাস শুরু হবে। তবে করোনার যাবতীয় সুরক্ষাবিধি মানতে হবে। যেমন, মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার, দূরত্ব বজায় রাখা প্রভৃতি। প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার আগে ভালভাবে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া ক্লাস চলার সময় মাঝে মাঝে স্যানিটাইজ করতে হবে।



নতুন বছরে পরপর রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এ বছর একদিনও স্কুলে ক্লাস করেনি। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস করেছে মাত্র আড়াই মাস। সেক্ষেত্রে সিলেবাস শেষ করে ঠিক সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই দশম এবং দ্বাদশের ক্লাস চালু নিয়েই বেশি চিন্তা রাজ্যের।


এদিকে, প্রায় ৭ মাস পর আজ থেকে আসামে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে মাত্র ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আপাতত ক্লাস করতে পারবে। তবে একই দিনে সব শ্রেণির ক্লাস হবে না। সোমবার, বুধ ও শুক্রবার ক্লাস হবে সিক্স, এইট ও টুয়েলভের। অন্য তিন দিন ক্লাস হবে সেভেন, নাইন ও ইলেভেন। সকাল ও দুপুরে দুটো ব্যাচে ক্লাস হবে। সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত প্রথম ব্যাচ এবং সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত দ্বিতীয় ব্যাচের ক্লাস হবে। তামিলনাডুতেও স্কুল খুলবে ১৬ নভেম্বর।


করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস বন্ধ আছে। অনলাইন ক্লাস হলেও স্কুলে পঠনপাঠন শুরু হয়নি। ফলে কবে থেকে স্কুল-কলেজ খুলবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। বিশেষত একাধিক রাজ্যের ইতিমধ্যে বিধিনিষেধ-সহ খুলেছে স্কুল-কলেজ।


সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে ন্যূনতম ঝুঁকি নিতে চাইছেে না রাজ্য। তাই করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল কবে থেকে খোলা হবে, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পার্থ বলেন, 'শুধু স্কুল খুললেই তো হবে না। স্কুল চালু রাখতে হবে। পড়ুয়াদের ভাগ করে আনা যায় কিনা, তাও বিবেচনা করে দেখা হচ্ছে।'

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. Eivabe boka baniye ar koto din? Student der baba ma barir lok office jabe, mall e jabe, bar e jabe, cinema hall e jabe, tader theke student der hobe na. School e gelei hobe. Hasyokor 😝😝😝

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code