অসুস্থ মারাদোনা, ভর্তি হাসপাতালে
৩০শে অক্টোবর ৬০তম জন্মদিন পালন করেন কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনা। বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই আইসোলেশনে ছিলেন ফুটবল কিংবদন্তি।
সম্প্রতি তাঁর এক কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগেই ফলে আইশোলেশনে ছিলেন মারাদোনা। সোমবার মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন, করোনা আক্রান্ত হননি মারাদোনা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের মাঝে মারাদোনাকে নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গেছে, মানসিক অবসাদের কারণে দিয়েগোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিহাইড্রেশন ও রক্তাল্পতার সমস্যাও দেখা দিয়েছে তাঁর। ধারাবাহিক চিকিৎসার প্রয়োজনে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊