Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন চমক, একাধিক নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp

 


নতুন চমক, একাধিক নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp 


মেসেজ মুছে যাওয়া, হোয়াটসঅ্যাপ পে, শপিং-এর এবার আরও একাধিক নতুন ফিচার হাজির হচ্ছে ফেসবুক অধীনস্থ ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার ইমোজি, অ্যাডভান্সড ওয়ালপেপার ও ‘‌রিড লেটার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। 


অ্যাডভান্সড ওয়ালপেপার ফিচার দিয়ে ইউজাররা সহজেই প্রত্যেকটি চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারবেন। বেটা ভার্সনে এই ফিচারের সুবিধা পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া ইউজাররা ৩২ টি ব্রাইট ওয়ালপেপার এবং ২৯টি ডার্ক ওয়ালপেপারও পাবে। এমনকি ইচ্ছেমতো ওয়ালপেপার তৈরি করাও যাবে। 


ভ্যাকেশন মোড ফিচারের জায়গায় আসছে রিড লেটার ফিচার। A‌rchived chat–এ নতুন মেসেজ এলেও তার নোটিফিকেশন দেখাবে না।একাধিক নতুন ইমোজিও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code