Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলায় নির্বাচনী যুদ্ধে রণকৌশল, বিশেষ দল গঠন বিজেপির

 


বাংলায় নির্বাচনী যুদ্ধে রণকৌশল, বিশেষ দল গঠন বিজেপির


সামনেই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচন এখন পাখির চোখ গেরুয়া শিবিরের। বাংলা দখলের লক্ষ‍্যে বিশেষ দল গঠন করলো বিজেপি। বিজেপি সূত্রে খবর, বাংলায় নির্বাচনী যুদ্ধে বাংলাকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে বিজেপির তরফে। আর প্রত‍্যেকটি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে এক একজন কেন্দ্রীয় নেতাকে। বিধানসভা ভোটের রণকৌশল স্থির করতে কলকাতায় বসে বিজেপির বৈঠক। সূত্রের খবর, আলোচনা হয় রাজ্যে ইস্যুভিত্তিক আন্দোলন এবং প্রচারের অভিমুখ নিয়ে।


পাঁচটি জোনের দায়িত্ব রয়েছে সুনীল দেওধর, বিনোদ সোনকার, দুষ্মন্ত গৌতম, বিনোদ তাওরে ও হরিশ দ্বিবেদী-র কাঁধে। সূত্রের খবর, মেদিনীপুর জোনের দায়িত্বে ত্রিপুরায় জয়ের কান্ডারি সুনীল দেওধর। রাঢ়বঙ্গ জোনের দায়িত্বে বিনোদ সোনকার। উত্তরবঙ্গের দায়িত্বে হরিশ দ্বিবেদী। কলকাতা জোনের দায়িত্বে দুষ্মন্ত গৌতম।



হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল দেওধরকে। ত্রিপুরায় বাম জমানার অবসান ঘটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠার মূল কারিগর সুনীল দেওধর। গতকালেই কলকাতায় পৌঁছেছেন তিনিও। এই তিন জেলার সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি বিস্তারিত রিপোর্ট পাঠাবেন দিল্লিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code