রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক



রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হল সোমবার। 

এদিন শহরের কর্মচারী ভবনে কমিটির সদস্যরা কেন্দ্রীয় মহার্ঘভাতা, মেয়াদ ফুরানোর আগেই চাকরি থেকে বরখাস্ত না করা, বীমার প্রাপ্য টাকার পরিমাণ ঠিক রাখা প্রভৃতি বিষয় নিয়ে আগামী ২৬ শে নভেম্বর ট্রেড ইউনিয়নগুলোর ডাকা সাধারণ ধর্মঘটের আহ্বান জানানো হয় সাংবাদিক বৈঠকে। 

এ রাজ্যে বিরোধীদের বক্তব্য নস্যাৎ করা হচ্ছে বলে অভিযোগ। বদলি নীতির বিরুদ্ধে কাজ করছে রাজ্য সরকার বলেও অভিযোগ করা হয় এদিন।