আরও একটি ব্যাংক অর্থ সংকটে!  জারি হল মোরাটোরিয়াম


এবার আরও একটি ব্যাঙ্ক অর্থ সংকটে। তামিলনাড়ু ভিত্তিক লক্ষ্মীবিলাস ব্যাংক গত তিন বছর ধরে অর্থ সংকটে ভুগছে। ব্যাংকের বেহাল দশার কথা মাথায় রেখে এক মাসের জন্য মোরাটোরিয়াম জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে আগামী ১ মাস এই ব্যাংকের কোনও গ্রাহক ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।


রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমানতকারীদের স্বার্থ এবং আর্থিক ও ব্যাঙ্কিং স্বার্থে কোনও বিশ্বাসযোগ্য পুনরুজ্জীবন পরিকল্পনা প্রতিষ্ঠানটি তৈরি করতে পারেনি। তাই ব্যাংকিং রেগুলেশন আইনের ৪৫ ধারা অনুযায়ী মোরাটোরিয়াম জারির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হলে রিজার্ভ ব্যাংকের অনুরোধ বিবেচনা করার পর কেন্দ্রীয় সরকার আজ থেকে ৩০ দিনের জন্য এই মোরাটোরিয়াম জারি করেছে।’



তবে নির্দেশিকা অনুযায়ী বেশ কিছু ক্ষেত্রে ২৫ হাজারের অধিক টাকা তোলায় ছাড় দেওয়া যেতে পারে। চিকিৎসার খরচ, বিয়ে অথবা উচ্চশিক্ষার খরচের জন্য এই ছাড় পাওয়া যাবে।