Latest News

6/recent/ticker-posts

Ad Code

বীরভূমের গণভাইফোঁটায় আদিবাসী মহিলারা

 বীরভূমের গণভাইফোঁটায় আদিবাসী মহিলারা 



অভীক মিত্র ,বীরভূম :

ভাই বোনের অটুট বন্ধনের সম্পর্ক "ভ্রাতৃদ্বিতীয়া" । আজ রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে "ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা" উৎসব ; ব্যতিক্রম নয় বীরভূম জেলা । 

বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বর্তমান বিজেপি নেতা সমাজসেবী প্রভাত চ্যাটার্জীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এইবছরও  পালিত হলো "গণ ভাইফোঁটা"। 

এদিন সকালে প্রভাতবাবুর বাড়িতে "গণভাইফোঁটা" অনুষ্ঠানে প্রায় ষাটজন আদিবাসি মহিলা ফোটা দেন প্রভাতবাবুকে ! আদিবাসী সংগীত পরিবেশন করেন তাঁরা । প্রভাত চ্যাটার্জী প্রত্যেক মহিলাকে উপহার দেন , স্বভাবতাই খুশি প্রত্যেকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code