Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাত্র ৮৭ ঘণ্টায় সাতটি মহাদেশে ভ্রমণ করে বিশ্ব রেকর্ড গড়লেন এক তরুণী A woman travels to all 7 continents in less than 87 hrs

 


মাত্র ৮৭ ঘণ্টায় সাতটি মহাদেশে ভ্রমণ করে বিশ্ব রেকর্ড গড়লেন এক তরুণী 


মাত্র ৮৭ ঘণ্টায় সাতটি মহাদেশ ভ্রমণ করলেন সংযুক্ত আরব আমিরশাহীর তরুণী খাওলা এইরোমেইথি। এত বড় কীর্তি গড়ে বুধবার ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’র (Guiness Book of World Records) তরফে মিলল স্বীকৃতি। আর এই রেকর্ড গড়ে তিনি মনে করিয়ে দিলেন জুল ভের্নের ক্লাসিক কাহিনি ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ’-এর কথা। 


সারা পৃথিবী ঘুরতে ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ড সময় লেগেছে তাঁর। যা বিশ্ব রেকর্ড। স্বীকৃত, স্বীকৃতিহীন সব মিলিয়ে ২০৮টি দেশে গিয়েছেন তিনি। ১৩ ফেব্রুয়ারি সিডনিতে পৌঁছে সেই ভ্রমণের ইতি টানেন তিনি। 


আরব আমিরশাহীতে বাস করা ২০০ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্যকে বুঝতে তিনি এই ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, ‘‘সংযুক্ত আরব আমিরশাহীতে প্রায় দু’শোটি দেশের মানুষের বাস। আমি চেয়েছিলাম তাঁদের দেশে যেতে ও তাঁদের সংস্কৃতি, ঐতিহ্যকে বুঝতে।’’ 



অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে খাওলার জানায়, ‘‘বেশ কঠিন ছিল ব্যাপারটা। বারবার বিমান বদল করতে হচ্ছিল। সত্যি বলতে কী অনেকবারই মনে হয়েছিল এখানেই থেমে যাই। বাড়ি ফিরি। কিন্তু নিজেকে সামলে লক্ষ্যে পৌঁছনোর সংকল্পে অটল থেকেছি। অবশ্যই আমার পরিবার ও বন্ধুদের এজন্য বিরাট কৃতিত্ব প্রাপ্য। ওঁরা নাগাড়ে সাহস না জুগিয়ে গেলে আমি সফল হতে পারতাম না।’’

একাধিক রেকর্ড রয়েছে আরব আমিরশাহীর। এবার আরও এক নজির গড়ে খাওলা জানালেন, ‘‘আমি গোটা পৃথিবীকে দেখাতে চেয়েছিলাম অন্য সব দেশের মতো আমার দেশের মানুষও অভূতপূর্ব সব রেকর্ড গড়তে পারে।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code