শপথ নেওয়ার তিন দিনের মধ্যেই ইস্তফা দিলেন বিহারের শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরি


কয়েকদিন আগেই ফল বেড়িয়েছে বিহার বিধানসভা নির্বাচনের। বেশি সংখ্যক সিট পেয়ে জয়লাভ করে নীতিশ কুমারের নেতৃত্বে গঠিত হয়েছে এনডিএ জোট সরকার। আর সেই সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মেওয়ালাল চৌধুরী। শপথ নেওয়ার তিন দিনের মধ্যেই ইস্তাফা দিলেন তিনি। শপথ গ্রহণের পর থেকেই মেওয়ালালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তোলে বিরোধী দলগুলি। দোষ স্বীকার না করলেও উপায় না পেয়ে অবশেষে নিজের পদ ছাড়তে বাধ্য হলেন মেওয়ালাল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পদ থেকে অবসর ঘোষণা করলেন মেওয়ালাল।


আইনি আবাসন নির্মাণ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এবং জুনিয়র গবেষকদের নিয়োগ সহ কয়েকটি ঘটনার অভিযোগ আনা হয় মেওয়ালাল চৌধুরি বিরুদ্ধে। সেই সময় বিহারের এই প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্য়ান্সেলর।



এদিন সকালে সাংবাদিকদের সামনে কারও অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর পদ ছাড়বেন না বলে স্পষ্ট করলেও অভিযোগ আসতে থাকায় নীতিশের ওপর চাপ বাড়তে থাকে। অবশেষে নিজের পদ ছাড়তে বাধ্য হন মেওয়ালাল চৌধুরি।