প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের স্মরণে প্রকাশিত হল অন্বেষণ-এর ২৬ তম সংখ‍্যা



প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের স্মরণে প্রকাশিত হল অন্বেষণ-এর ২৬ তম সংখ‍্যা 




কিছুদিন আগেই চির বিদায় নিয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায়। তাঁর দীর্ঘ জীবনে একাধিক প্রতিভা তুলে ধরেছেন তিনি। শুধু অভিনয় জগতেই নয় তিনি একজন কবি, আবৃত্তিকার ও নাট‍্যকর। তাঁর মৃত‍্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা বাংলা। সেই মহান মানুষের শ্রদ্ধায় অন্বেষণ সাহিত‍্য ই-ম‍্যাগ উৎসর্গ করলো তাঁদের ছাব্বিশতম সংখ‍্যা। পশ্চিমবঙ্গেরবিভিন্ন প্রান্তের বাছাইকৃত ১৯জন লেখক লেখিকার নিপুণ লেখায় সমৃদ্ধ এই সংখ‍্যা। 



পত্রিকার সম্পাদক সরিফ মজুমদার জানান, প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর প্রতি উৎসর্গীকৃত আমাদের এই সাপ্তাহিক সংখ্যা - ২৬, তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে প্রকাশিত করা হলো এই সংখ্যা। কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমা প্রার্থী আমরা। এই সংখ্যা বাছাইকৃত পশ্চিমবঙ্গেরবিভিন্ন প্রান্তের বাছাইকৃত ১৯জন আগামীদিনের লেখক লেখিকার রচনা সমগ্র নিয়ে ও এক খুদে চিত্রশিল্পীর চিত্রাঙ্কন ও ঝাড়খন্ড থেকে যুক্ত এক লেখিকার ফ্রেমবন্দী নিয়ে উৎসর্গীকৃত এই সংখ্যা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সহযোগিতা ও ভালোবাসা প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ