Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাড়োয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি‌ গ্রেটার শাখার পক্ষ থেকে শীত‌বস্ত্র প্রদান

মাড়োয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি‌ গ্রেটার শাখার পক্ষ থেকে শীত‌বস্ত্র প্রদান



মাড়োয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি‌ গ্রেটার শাখার পক্ষ থেকে শীত‌বস্ত্র প্রদান করা হল তিস্তা পারের মানুষ‌দের মধ‍্যে। শুক্রবার দুপুরে উত্তর সুকান্ত‌নগর কলোনি এলাকার ৬০ জন ছেলে মেয়ের হাতে শীতবস্ত্র তুলে দেন তারা।

জলপাইগুড়ি‌র তিস্তা পার এলাকায় মূলত দরিদ্র শ্রেণীর মানুষেরা বসবাস করেন। এই এলাকার ছেলেমেয়েরা যাতে শীতের মধ্যে কষ্ট না পায় এজন্য শীতের শুরু‌তেই তাদের হাতে শীত‌বস্ত্র তুলে দিলেন মাড়োয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি‌ গ্রেটার শাখার সদস্যরা।

সংস্থা‌র সম্পাদক আশিস মালাকা বলেন, আমরা ৬০-৭০ জনের জন‍্য শীতবস্ত্র এনেছি‌লাম। যদিও এখানে এসে দেখি কয়েক‌শো ছেলেমেয়ে চলে এসেছে। এজন্য যারা পোশাক পায়নি তাদের যাতে মন খারাপ না হয় এজন্য সকলের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code