আর্থিক অনাটনের জেরে আটকে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত করুণা দেবীর চিকিৎসা
হলদিয়া পৌরসভার সুতাহাটা থানার পূর্ব শ্রীকৃষ্ণ পুর গ্রামের দুই নম্বর ওয়ার্ড এর বাসিন্দা করুণা জানা স্বামী হেমন্ত কুমার জানা। বর্তমানেই করুণা দেবী ব্রেস্ট ক্যান্সের আক্রান্ত। প্রত্যেক মাসে একটি করে কেম নিতে হয় । যার মূল্য 18000 টাকা।স্বামী পেশায় দিনমজুর দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। মেয়েদুটোকে কোন ভাবে বিয়ে দিয়েছে, এক ছেলে সেও অসুস্থ। টালি চাপানো মাটির এক তালা বাড়িটি শেষ সম্বল। এর মাঝেও করুণা দেবীকে 2019 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল এ অপারেশন করান।
এমনিতে হেমন্ত বাবু নিজের কাজ হারানোর পাশাপাশি নিজের সংসারে দু'মুঠো খাওয়ার যোগাতে বেসামাল হয়ে পড়েছে সঙ্গে করুণা দেবীর প্রতিমাসে যে কেম নিতে হয় সেটাও ব্যবস্থা করতে পারছে না। অপরদিকে কেম না পাওয়া করুণা দেবীর অবস্থা ক্রমশ খারাপ থেকে অতি খারাপের দিকে এগিয়ে চলেছে।
করুণা দেবীর বর্তমান অবস্থার কথা ভেবে যদি কোন সহৃদয় ব্যক্তি বা আমাদের সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে করুণা দেবীর অবস্থা ভালো হতে পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊