দিনহাটা ২নং ব্লকের সাহেবগঞ্জ থানায় বিজেপির ডেপুটেশন। 


নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:


আজ বিজেপির পক্ষ থেকে সাহেবগঞ্জ থানায় বিজেপির কর্মী সমর্থকদের ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি পালিত হল। তাদের দাবি রাজ্যজুড়ে তৃণমূলের হার্মাদ বাহিনি দ্বারা বিজেপি কর্মীদের খুন ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। নারী নির্যাতন, ধর্ষণ এবং লাগামহীন সন্ত্রাস চলছে রাজ্য জুড়ে।অথচ পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। তাই সাহেবগঞ্জ থানা ঘেরাও ও ডেপুটেশন প্রদানের মধ্য দিয়ে তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। 



এদিনের কর্মসূচিতে উপস্হিত ছিলেন ZP 26 মন্ডল সভাপতি মৃদুল ঈশোর, দিনহাটা বিধান সভা সংযোযোজক সুধাংশু রায়, আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ। 

খারুভাজ বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে কর্মী সমর্থকরা থানার দিকে অগ্রসর হয়ে থানার সামনে বিক্ষোভ দেখান।