তিন নয়া কমিটি গঠন সোনিয়ার
বিহার নির্বাচনে হেরে যাওয়ার পর ফের একবার প্রকাশ্যে আসে অন্তর্কলহ। সংবাদমাধ্যমেও মুখ খোলেন একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতা। অনেকেই চিঠি লেখেন অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে। সেই বিষয়কেই হাতিয়ার করে বিজেপি। অবশেষে পরিস্থিতি সামলাতে নতুন তিনটি কমিটি গঠন করল কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। এই তিনটি কমিটির কাজই হল জাতীয় নিরাপত্তা, বিদেশনীতি এবং অর্থনীতির অবস্থা খতিয়ে দেখা এবং তা সোনিয়া গান্ধীকে রিপোর্ট করা। এই তিনটি কমিটিতেই রয়েছেন ডঃ মনমোহন সিং। এছাড়াও রয়েছেন একাধিক নেতৃত্ব। শশী থারুর, গুলাম নবি আজাদ, বীরাপ্পা মৌলি এবং আনন্দ শর্মার মতো ‘বিক্ষুব্ধ’ কংগ্রেস নেতারাও জায়গা পেয়েছেন এই কমিটিতে। রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদাম্বরমও।
এক নজরে কমিটি-
অর্থনীতি কমিটি
- ডঃ মনমোহন সিং (Dr. Manmohan Singh )
- পি চিদাম্বরম (P. Chidambaram)
- মল্লিকারজুন খারগে (Mallikarjun Kharge)
- দিক বিজয় সিং (Digvijaya Singh)
- জয়রাম রমেশ (Jairam Ramesh) (কনভেনর)
বিদেশনীতি কমিটি
- ডঃ মনমোহন সিং (Dr. Manmohan Singh )
- আনন্দ শর্মা (Anand Sharma)
- শশী থারুর (Shashi Tharoor)
- সলমন খুরশিদ (Salman Khurshid) (কনভেনর)
- সপ্তগিরি উল্কা (Saptagiri Ulaka)
জাতীয় নিরাপত্তা কমিটি
- ডঃ মনমোহন সিং (Dr. Manmohan Singh)
- গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)
- বীরাপ্পা মৌলি (Veerappa Moily)
- ভিনসেন্ট এইচ পালা (Vincent H. Pala) (কনভেনর)
- ভি বৈথলিনগাম (V. Vaithilingam)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊