Latest News

6/recent/ticker-posts

Ad Code

শাড়ি পরে পুশ আপ! 'ওয়ান্ডার ওম্যান' গুল পনাগ



শাড়ি পরে পুশ আপ!  'ওয়ান্ডার ওম্যান' গুল পনাগ



সেলেবরা সাধারণত জিম স্যুটেই ওয়ার্কআউট করেন। আর সেই ওয়ার্কআউট-ও ভক্তদের জন্য নেট দুনিয়াতেও শেয়ার করেন তাঁরা। তবে এবার জিম স্যুটে নয় শাড়ি পরে ওয়ার্কআউট করে ভক্তদের জন্য শেয়ার করলেন ভিডিও প্রাক্তন মিস ইন্ডিয়া পিজেন্ট গুল পনাগ।


শাড়ি পরেই শ্যুটে গিয়ে করলেন পুশ আপস। যে ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁকে ওয়ান্ডার উওম্যান বলেও তকমা দেন। ৪১ বছর বয়সী গুল অভিনয় ও শরীরচর্চার বাইরেও একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট ও একজন বাইকারও। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডলে শাড়ি পরে পুশ আপস করার ভিডিও শেয়ার করেছেন। আর ক্যাপশনে শাকিরার গান, হোয়েন এভার, হোয়্যার এভার। 



 ভিডিও মুহূর্তের মধ্যেই লাইক শেয়ার, কমেন্টে ভরে যায়। অনেকেই ক্যাপশনে লেখেন, আই লাভ দা গার্ল হু ক্যান ডু পুশ আপস ইন শাড়ি, লাইক আ বস। অনেকেই আবার লেখেন, ওয়ান্ডার উওম্যান। এই কাজের প্রশংসা করেন দিয়া মির্জা থেকে শুরু করে শ্রুতি শেঠ, অঙ্কিতা কোনওয়াল থেকে শুরু করে বলিউডের অন্যান্যরাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code