Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছট পূজার আনন্দ ভাগ করে নিতে বিহারী সম্প্রদায় ভুক্ত ৫০জনকে বস্ত্র দান করলেন শিক্ষক বিকাশ রাজভর

ছট পূজার আনন্দ ভাগ করে নিতে বিহারী সম্প্রদায় ভুক্ত ৫০ জনকে বস্ত্র দান করলেন শিক্ষক বিকাশ রাজভর


করোনার থাবায় উৎসবের আনন্দ মনেই থেকে গেছে। আবার লকডাউনের ফলে অর্থনৈতিক পারিস্থিতি খারাপ হওয়ায় নূন্যতম আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে অনেক মানুষ। ছট পুজোট আনন্দ ভাগ করে নিতে বিহারী সম্প্রদায় ভুক্ত ৫০ জন দুস্ত মানুষকে বস্ত্র দান করলেন রবীন্দ্র বিদ্যা পীঠের ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ রাজভর ও তার পরিবার।

দিনহাটা বলরামপুর রোড ১১নং ওয়াডের সারদা পল্লীর নিজ ভবনে বস্ত্র বিতরণ করেন শিক্ষক বিকাশ রাজভর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক পললব কুমার সাহা,বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক নারায়ণ চন্দ্র দাস,প্রদীপ কুমার রায়,সংস্কৃতি প্রেমী প্রানেশ সাহা প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন চলো কিছু লিখি পত্রিকার সম্পাদক অমিত রায়।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code