সোনু সুদকে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন! 



করোনা সংক্রমণের জেরে লক ডাউনে একাধিক গরীব- অসহায় দুস্থ পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অভিনয় ছাড়াই খবরের হেডলাইনে এসেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা থেকে অসহায় মানুষদের অন্নের ব্যবস্থা সহ একাধিক মানবতা মূলক কাজে নিজেকে নিয়োজিত করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন সোনু। এবার তাঁকে নিয়োগ করল নির্বাচন কমিশন। পঞ্জাবের মোগা জেলার বাসিন্দা সোনু সুদ



সোনু সুদকে পঞ্জাব রাজ্য আইকন হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে একথা জানানো হয়েছে। পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এস করুণা রাজুকে উদ্ধৃত করে বিবৃতিতে জানানো হয়েছে, দফতরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে প্রস্তাব পাঠানো হলে কমিশন তা অনুমোদন করেছে।