স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর

 


স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর



করোনা আবহের জেরে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ স্কুল। ফলে এক প্রকার চিন্তিত অভিভাবক- অভিভাবিকা থেকে ছাত্র-ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকা। কবে খুলবে স্কুল? আবার কবে বই নিয়ে ছাত্রছাত্রীরা ছুটবে স্কুল? উদ্বেগ বাড়ছেই। এখনও সরকারের তরফে স্কুল খোলা নিয়ে তেমন আশার খবর শোনা যায়নি। তবে ডিসেম্বরেও খুলছে না স্কুল তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে স্কুল গুলিতে ভর্তি নিয়ে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। 



প্রাক প্রাথমিক, প্রথম, পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ভর্তি পর্ব শুরু। এবারের ভর্তির প্রক্রিয়া হবে লটারির মাধ্যমে। আবেদন পত্র দেওয়া এবং জমা নেওয়ার সময়সীমা ২ থেকে ৯ ডিসেম্বর। ১১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত লটারি হবে। 


ভর্তি হলেও ছাত্র- ছাত্রীরা স্কুলে যেতে পারবে না। তবে ধাপে ধাপে শিক্ষকদের স্কুলে যেতে হবে ভর্তি পর্বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ