Latest News

6/recent/ticker-posts

Ad Code

ISL 2020-21: ২-০ গোলে এসসি ইস্টবেঙ্গল-কে হারিয়ে ডার্বি জয় এটিকে মোহনবাগানের

 


ISL 2020-21: ২-০ গোলে এসসি ইস্টবেঙ্গল-কে হারিয়ে ডার্বি জয় এটিকে মোহনবাগানের



ম্যাচের শুরুতেই প্রয়াত দুই ভারতীয় কিংবদন্তি পিকে ব্যানার্জি এবং চুনী গোস্বামীর স্মরণে এক মিনিটের নীরবতা পালণ করেন দুই দলের ফুটবলাররা।


শুক্রবার সন্ধ্যায় প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু এটিকে মোহনবাগানের। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে প্রথম গোল করে রয় কৃষ্ণ। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু মনবীরের দুরন্ত গোলে ব্যবধান বাড়িয়ে নেয় এটিকে মোহনবাগান। অবশেষে ২-০ গোলে ডার্বি জয় এটিকে মোহনবাগানের।



প্রথমবার দর্শকশূন্য গ্যালারিতে হল কলকাতার দুই প্রধানের হাইভোল্টেজ মহাযুদ্ধ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরুতে একটু রক্ষণাত্মক ফুটবল খেলে এটিকে মোহনবাগান। পিলকিংটন মাঘোমারা বার বার চোরাগোপ্তা দৌড়ে তিরি, সন্দেশ, প্রীতমদের ব্যস্ত রাখলেন। অন্যদিকে উইং দিয়ে প্রবীরের বেশ কয়েকটা আক্রমণ ফক্স, নেভিলদের চিন্তায় রাখল। তবে লাল-হলুদ গোলের নিচে দেবজিতের দুরন্ত সেভ অবশ্য ৩৫ মিনিটে বাঁচিয়ে দেয়। বক্সের মধ্যে জাভি ফার্নান্ডেজের ভলি সেভ করেন। পাল্টা আক্রমণে উঠে এসে এটিকে-মোহনবাগানের রক্ষণে আক্রমণ চালান মাঘোমা-বলবন্তরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code