সমবায় সপ্তাহ উৎযাপনের উদ্বোধনে সমবায় আন্দোলনের কথা শোনালেন শুভেন্দু অধিকারী
সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর
তিনি এলেন,দেখলেন,জয় করলেন।তিনি হলেন রাজনীতির রাজপুত্র শুভেন্দু অধিকারী।তিনি এলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক নিখিল ভারত সমবায় সপ্তাহ উৎযাপনের উদ্বোধনে।না,তিনি কোনো রাজনৈতিক বক্তৃতা রাখেননি।শুনিয়েছেন সমবায় আন্দোলনের কথা।
তিনি বলেন, সির্দ্ধর্থা শংকর রায় প্রথম ১৯৭৩ সালে সমবায় ড্রাফট আইন তৈরি করেন। আজকের অর্থনৈতিক প্রতিযোগিতার দিনে সমবায় গুলিকে বাঁচাতে হবে,শক্তিশালী করতে হবে।সমবায় আন্দোলন গুলিকে হৃষ্ট পুষ্ট করতে হবে।নিষ্ক্রিয় সমবায় গুলিকে সক্রিয় করতে হবে। ফার্মার্স ক্লাব, কৃষাণ ক্রেডিট কার্ড সদস্য সংখ্যা বাড়াতে হবে।
তিনি আরো বলেন নেহেরু বলেছিলেন সমাজতন্ত্র তখনই আসবে, যদি সমবায় শক্তিশালী হয়।এই প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর,মুকুন্দ দাস ,কাজী নজরুল ইসলাম, ও মহাত্মা গান্ধীজির সমবায়ের কথা বলে গেছেন বলে উল্লেখ করেন।এই অনুষ্ঠানে মানুষের ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊