pic source- Internet





আজকের দিনে অর্থাৎ ১৯১৭ সালের ১৯ সে নভেম্বর মাসে এলাহাবাদে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। যিনি ভারতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন। আসুন তাঁর সম্পর্কে কিছু জেনে রাখি- 

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর কন্যা হলেন ইন্দিরা গান্ধী। ছোটবেলা থেকেই বাবার ছত্রছায়ায় বড় হন তিনি। 

ইন্দিরা গান্ধী একজন রাজনীতিবিদ। তিনি ১৯৩৮ সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। ১৯৬৬ সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বচিত হয়েছিলেন। 

১৯৭১ সালে ইন্দিরা গান্ধী দ্বিতীয় বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে একটানা ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 

হাজারো কর্মব্যাস্ততার মধ্যেও তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। যেমন- ‘দ্য ইয়ার্স অফ চ্যালেঞ্জ’ , ‘ইয়ার্স অফ এনডেভার’ , ‘ইন্ডে(লুসানে)’ প্রভৃতি। 

১৯৮৪ সালের ৩১-এ অক্টোবর তাঁর দেহাবসান ঘটে। 


১৯ নভেম্বর আরও বহু ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছিলেন যাদের কিছু নাম তুলে ধরা হল- 

১৭১১- মিখাইল লোমোনোসভ, রুশ পদার্থবিদ, রসায়নবিদ ও জ্যোতির্বিদ। 

১৮২৮- লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ। 

১৮৩১ - জেমস গারফিলড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি। 

১৮৩৮ – কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক। 

১৮৮৭ - জেমস ব্যাচেলার সামনার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক। 

১৯১২ - জর্জ এমিল পালাডে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক। 

১৯১৪ – একনাথ রানাডে , ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সংগঠক। 

১৯১৫ - আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ। 

১৯১৮- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক ।

১৯২৩ – প্রখ্যাত বাঙালী গীতিকার ও সুরকার সলিল চৌধুরী ।

১৯৫০ – রেহানা সুলতানা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। 

১৯৫১ – জিনাত আমান, ভারতের প্রখ্যাত অভিনেত্রী । 

১৯৫৪ - আবদুল ফাত্তাহ আল-সিসি, মিশরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ, মিশরের ৬ষ্ঠ তম প্রেসিডেন্ট। 

১৯৭৫ - সুস্মিতা সেন, ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪-এ মিস ইউনিভার্স।