Latest News

6/recent/ticker-posts

Ad Code

চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি শীঘ্র বৃদ্ধি হচ্ছে আশ্বাস শ্রমমন্ত্রীর



চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি শীঘ্র বৃদ্ধি হচ্ছে


চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি শীঘ্র বৃদ্ধি হচ্ছে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী শহড় জয়ঁগাতে এসে এই আশ্বাস দিলেন রাজ‍্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক । বুধবার জয়ঁগা থানা সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের এক জনসভা আয়োজিত হয় এই জনসভায় প্রধান বক্তা ছিলেন রাজ‍্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক । 



এদিনের জনসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান যে আমাদের রাজ‍্যে চা বাগানের শ্রমিকরা বর্তমানে ১৭৬ টাকা দৈনিক হাজিরায় কাজ করছে শীঘ্র আমরা বৈঠক ডেকে মজুরি বৃদ্ধি করছি চা শ্রমিকদের । এছাড়া এদিন শ্রমমন্ত্রী আরো জানান যে জয়ঁগাতে ফায়ারস্টেশন নির্মিত হয়েছে তা উদ্ভোধনের অপেক্ষায় রয়েছে এই বিষয়ে ফিরে শীঘ্র মূখ্যমন্ত্রী সাথে কথা বলবো যাহাতে জয়ঁগা ফায়ারস্টেশন চালু হয় । এছাড়া এদিন তিনি জয়ঁগা শহড় কে শীঘ্র পৌরসভায় রূপান্তরিত করার জন‍্য মূখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানান । 


এদিনের তৃণমূলের জনসভায় বিজেপি , কংগ্রেস সহ বিভিন্ন দল থেকে প্রায় দুই হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code