Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাত সকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু কলেজছাত্রীর- আশঙ্কাজনক অবস্থায় গাড়ী চালক

সাত সকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু কলেজছাত্রীর- আশঙ্কাজনক অবস্থায় গাড়ী চালক



পূর্ব মেদিনীপুর,সুজিত মণ্ডলঃ

সাত সকালে NH6 জাতীয় সড়কের খড়গপুর- কলকাতা রোডে কোলাঘাট থানার বড়দাবাড় এলাকায়,নিয়ন্ত্রণ হারিয়ে একটি অলটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। 


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান যে খড়্গপুর থেকে কলকাতা যাওয়ার পথে বড়দাবাড়ের কাছে একটি অলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ি থেকে ছিটকে রাস্তার ধারে পড়ে যায় এক কলেজ ছাত্রী। গাড়ি থেকে ছিটকে কিছুটা দূরে রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় গাড়িচালককে। আমরা এসে দেখি মেয়েটা ঘটনাস্থলেই মারা যায়। গাড়ি থেকে একটি ডায়েরি পাওয়া যায়।আর তার থেকে জানা যায় যে মেয়েটির প্রথম বর্ষের ছাত্রী নাম (20) বছরের সুস্মিতা পাড়ই। তবে ওই ছাত্রীর ঠিকানা এখনো জানা যায়নি। 


অপরদিকে গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতলে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীর অভিযোগ করে যে দীর্ঘক্ষণ রাস্তার ধারে দুর্ঘটনার কবলে পড়ে থাকা সত্বেও কোনো ট্রাফিক কিংবা টহলদারি পুলিশকে দেখা যায়নি। 

দুর্ঘটনার 35 মিনিট পর ঘটনাস্থলে পুলিশ আসে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালক সহ মৃত ছাত্রীকে পাঁশকুড়ার হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায় বলে জানান স্থানীয় উপস্থিত মানুষজন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code