DYFI এর ৪০ বছর পূর্তিতে দিনহাটায় পতাকা উত্তোলন 



DYFI এর ৪০ বছর পূর্তিতে দিনহাটা লোকাল কমিটি ও দিনহাটা শহর ইউনিট কমিটির পক্ষ থেকে সংগঠনের শ্বেত পতাকা উত্তোলন করেন দিনহাটা লোকাল কমিটির সভিপতি উজ্জ্বল গুহ। 

এদিন  শহীদ বেদীতে মাল্যদান করেন লোকাল সম্পাদক অভিনব রায়, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, শহর ইউনিট সম্পাদক সোহম চক্রবর্তী,  সভাপতি অভিক সরকার প্রমুখ । 

দিনহাটা মহকুমা জুড়ে ইউনিটে ইউনিটে এদিন পতাকা উত্তোলন করা হয়।