গুরু নানক দেবের জীবন ও আদর্শ নিয়ে বই প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং এর ১০ গুরুর প্রথম গুরু গুরু নানক দেবের জীবন ও আদর্শ নিয়ে একটি বই প্রকাশ করেছেন।
একটি টুইট বার্তায় মোদী তাঁর বইটি প্রকাশের একটি ছবি পোস্ট করেছিলেন এবং উল্লেখ করেছেন যে বইটি চন্ডীগড়ের কিরপাল সিং লিখেছেন।
বইয়ের প্রকাশের সময় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী টুইট করে লেখেন “শ্রী গুরু নানক দেব জী-র জীবন ও আদর্শ সম্পর্কিত একটি বই প্রকাশিত হল। বইটি লিখেছেন কৃপাল সিং জী, যিনি চণ্ডীগড়ের বাসিন্দা”।
Released a book on the life and ideals of Sri Guru Nanak Dev Ji. The book has been penned by Kirpal Singh Ji, who is based in Chandigarh. pic.twitter.com/6vYgeGZ1lH
— Narendra Modi (@narendramodi) November 25, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊