পার্মানেন্ট কমিশন পাবে ৪৯ শতাংশ মহিলা সেনা অফিসার, জানাল সেনাবাহিনী



পার্মানেন্ট কমিশন পাবে ৪৯ শতাংশ মহিলা সেনা অফিসার, জানাল সেনাবাহিনী 



জুলাই মাসে প্রতিরক্ষা মন্ত্রক থেকে আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র পাওয়ার পর সেনাবাহিনীতে মহিলাদের পার্মানেন্ট কমিশন দেওয়ার কাজ শুরু হয়। যার জেরে মহিলারা বেশি দিনের জন্য কাজ করতে পারবেন সেনাবাহিনীতে, আরও গুরুত্বপূর্ণ পদে। সেনার দশটি বিভাগের আর্মি এয়ার ডিফেন্স, সিগন্যালস, ইঞ্জিনিয়ারস, আর্মি অ্যাভিয়েশন, ইলেকট্রনিক্স ও মেকানিকাল ইঞ্জিনিয়ারস, আর্মি সার্ভিস কোর, আর্মি অর্ডন্যান্স কোর ও ইনটেলিজেন্স কোর ক্ষেত্রেই এই আদেশ কার্যকর হয়। 



বৃহস্পতিবার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ৪৯ শতাংশ মহিলা সেনা অফিসার পার্মানেন্ট কমিশন পাবেন। বোর্ডের ফলাফল জানিয়ে সেনার তরফ জানানো হয়েছে ৩২০ জন মহিলা সেনা অফিসারকে ২০ বছরের চাকরির পর অবসর নিতে হবে। শর্ট সার্ভিস কমিশনের আওতায় স্থায়ী কমিশন দেওয়ার তালিকায় ৬১৫ জনের নাম ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ