এবছর আর সূর্যোদয়ের সাক্ষী থাকতে পারবেন না, চলতি বছরের শেষ সূর্যাস্ত আলাস্কার উৎকিয়াভিকে
চলতি বছরে শেষবারের মতো সূর্য উঠল আলাস্কার উৎকিয়াভিকে। এবছর আর উৎকিয়াভিকে সূর্য উঠবে না। ভোরের সূর্য দেখার অপেক্ষায় দীর্ঘ দুই মাস অপেক্ষা করতে হবে স্থানীয় বাসিন্দাদের। বুধবার ১৯ নভেম্বর বেলা দেড়টায় এ বছরের শেষ সূর্যাস্ত হয়েছে উৎকিয়াভিকে। সৌরজগতের ক্যালেন্ডার অনুযায়ী ঠিক ৬৬দিন পর সূর্যোদয় হবে উৎকিয়াভিকে।
ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে উৎকিয়াভিক ৭১.২৯ উত্তর অক্ষাংশে আছে। যা আর্টিক বৃত্তের কিছুটা উপরে। এই অবস্থানের ফলে বিশ্বের দীর্ঘতম মেরু রাতের সাক্ষী থাকে উৎকিয়াভিক। টাইমিয়ানডেট ডট কমের তথ্য অনুযায়ী শীতের সময় পৃথিবী সূর্য থেকে দূরে সরে যাওয়ার ফলে মেরু রাত হয় কারণ তখন সূর্যের বলয়ের কোনও অংশই আকাশে দেখা যায় না।
প্রতি বছরেই এই এলাকার মানুষ এই ম্রু রাতের সাক্ষী থাকে। আলাদা প্রস্তুতিও নেন তারা। সূর্যের আলো না থাকায় ভিটামিনের ডি-র ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। ফলে প্রচুর ভিটামিন ডি জমিয়ে রাখেন বাসিন্দারা। শীতের হাত থেকে বাঁচতেও নানান সতর্কতা নেয় উৎকিয়াভিক।
annnnd it's gone. The sun has set in Utqiaġvik. It will rise again at 1:17 p.m. on January 22, 2021. Good night. @AlaskaWx pic.twitter.com/V7tH8bgpKt
— Brian Brettschneider (@Climatologist49) November 18, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊