Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোপীবল্লভপুরের শতাব্দী প্রাচীন মদনমোহন মন্দির সংস্কার ও পুনঃ প্রতিষ্ঠা করলেন গ্রামবাসীরা

 



গোপীবল্লভপুরের শতাব্দী প্রাচীন মদনমোহন মন্দির সংস্কার ও পুনঃ প্রতিষ্ঠা করলেন গ্রামবাসীরা

শচীন পাল, ঝাড়গ্রাম:- 

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের কেন্দুগাড়ী ৭ নং অঞ্চলের ভোলামহুলি গ্রামের প্রান্তে অবস্থিত আছে শতাব্দী প্রাচীন মদনমোহন মন্দির। জনশ্রুতি আছে অনুযায়ী এই মন্দির বাংলা ভাগ হওয়ার আগের ভূঁইয়া রাজাদের তৈরি। এই মন্দির আনুমানিক ৭০০ বছরের পুরনো। মন্দির অনেক দিন ভগ্ন প্রায় অবস্থায় ছিল কিন্তু গ্রাম মানুষরা তাদের গ্রামের ঐতিহ্য কে নষ্ট হতে দেননি চাঁদা তুলে মন্দিরটি সংস্কার করেছেন আজ সেই মন্দির টি পুনঃ প্রতিষ্ঠা করা হলো। 



আজকে গ্রামবাসীদের উপস্থিতে শ্যামতরঙ্গী বাঁধ জল এনে মন্দির মার্জন করা হয়। তারপর মন্দির প্রতিষ্ঠা করা হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি ও রাধাগোবিন্দ জিউর মন্দিরের মোহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code