ইন্ডিয়া টিম ম্যাচে হারলেও জীবনসঙ্গী নির্বাচনে সফল ভারতীয় সমর্থক - ভাইরাল নেট দুনিয়ায়
ভারতের ডু অর ডাই ম্যাচেও হেরে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খোয়ালেন কোহলি ব্রিগেড। করোনা আরম্ভের পর প্রথমবার আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলতে নেমে অজি-দের কাছে হেরে যায় ভারত। কিন্তু হৃদয়ের খেলাতে জয় ছিনিয়ে নিলো ভারতীয় যুবক। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন ভারতীয় দলের জার্সি পরা এক যুবক এক অস্ট্রেলিয়ান যুবতিকে জীবনসঙ্গী নির্বাচনের প্রস্তাব দিলে যুবতি তা মেনে নেয়। মাঠ ভর্তি লোকের সামনে এই জীবনসঙ্গী নির্বাচনের প্রস্তাব বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল।
অস্ট্রেলিয়া এবং ভারত দ্বিতীয় ওয়ানডেতে মাঠে যখন ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা লড়াইয়ে অবতীর্ণ, এমন সময় একজন রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্ট্যান্ডে নিজের জীবনসঙ্গীকে খুঁজে পেতে হাটু গেড়ে প্রেমিকের কাছে প্রস্তাব দেন। কিছুক্ষণ সময়ের জন্য মেয়েটি বাক্রুদ্ধ হয়ে পড়েন। তারপর প্রস্তাব মেনে নেন।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এই দম্পতিকে মাঠ থেকে প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
Where dreams come true 💍 ❤️#LoveOurSCG #AUSvIND pic.twitter.com/MqS3XZMaig
— Sydney Cricket Ground (@scg) November 29, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊