মারাদোনাকে অভিনব শ্রদ্ধার্ঘ্য মেসির, শ্রদ্ধা জানিয়ে দেখতে হল হলুদ কার্ডও
কেরিয়ারের শুরু থেকেই মেসিকে মারাদোনার সাথে তুলনা করা হয়। কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অন্যতম প্রিয় ফুটবলার লিওনেল মেসিও। ফুটবল জগতে তিনিও একজন মহানায়ক। একসময় তাঁকে বলা হতো ‘নতুন মারাদোনা’। তবে এখন লিওনেল মেসি নামটাই ফুটবল ইতিহাসে জায়গা করে নিয়েছে। সেই মেসিই এবার অভিনব কায়দায় সম্মান জানালেন মারাদোনা- কে। আর সম্মান জানিয়ে দেখতে হল হলুদ কার্ডও। তবে, তা নিয়ে শ্রদ্ধার্ঘ্যের তাল কাটেনি মেসির।
রবিবার ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জেতার পথে বার্সেলোনার জার্সিতে সেটাই করেছেন মেসি। রবিবার ক্যাম্প ন্যু-তে ৭৩ মিনিটে গোল করেই বার্সেলোনার জার্সিটা খুলে ফেলেন মেসি। জার্সি খুলতেই তাঁর শরীরে দেখা যায় নিওয়েলসের ‘১০ নম্বর’ জার্সি। যে জার্সি পরে তাঁর প্রিয় ক্লাবে খেলতেন মারাদোনা।আকাশের দিকে তাকিয়ে চুম্বন ছুড়ে দিতেও দেখা যায় এলএমটেন-কে।
জার্সি খুলে নিয়মভঙ্গ করেন মেসি। সে জন্য তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।
১৯৯৩ সালে কেরিয়ারের সায়াহ্নে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে যোগ দিয়েছিলেন মারাদোনা। ১৯৯৪ সালে মারাদোনা থাকাকালীন সাত বছরের মেসির নিওয়েলসে যোগ দেওয়া। সে ক্লাবে ৭ বছর কাটিয়ে তবেই বার্সেলোনায় এসেছেন। কিংবদন্তির বিদায়ে তাঁকে স্মরণ করতে আজ সেই নিওয়েলসের স্মৃতিকেই টেনে এনেছেন।
It's all about number 🔟.
— Newell's Old Boys (@CANOBoficial_en) November 29, 2020
The best player in the world and his tribute to #D10S ❤️🖤#DiegoEterno ♾ pic.twitter.com/JZhkZgX9jx
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊