আপনি কি কোন টেক্সট মেসেজ ডিলিট না করেই শুধু ছবি ও ভিডিও ডিলিট করতে চান?

আপনি কি কোন টেক্সট মেসেজ ডিলিট না করেই শুধু ছবি ও ভিডিও ডিলিট করতে চান? 



তনজিৎ সাহা, কলকাতা :

বর্তমানের ইন্টারনেট এর যুগে হোয়াটসঅ্যাপ এখন সব ঘরের সদস্য। ইদানিং হোয়াটসঅ্যাপে বেশ কিছু আপডেট এসেছে যার মধ্যে একটি হলো- যেকোনো চ্যাটকে সব সময় জন্য মিউট করা যাবে এবং অন্যটি হচ্ছে হোয়াটসঅ্যাপ পে সার্ভিস, যার মাধ্যমে পেটিএম ইত্যাদির মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রানজেকশন করা যাবে। তবে এতকিছুর পরেও কিছু সমস্যা থেকেই গেছে, যেমন কোন চ্যাট থেকে আলাদাভাবে ভিডিও এবং ছবি ডিলিট করা যেত না। তবে এবারে হোয়াটসঅ্যাপ সেই সুবিধা নিয়ে এসেছে। এখন আপনি যে কোন চ্যাটের টেক্সট গুলি অব্যাহত রেখে ছবি এবং ভিডিও ডিলিট করতে পারবেন। উপায়টিও খুব সোজা।

আসুন জেনে নিই কীভাবে তা করতে হবে

১) প্রথমে ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ টি খুলে 'সেটিংসে' যান। তারপরে "ডেটা এন্ড স্টোরেজ ইউজেস' অপশন এ ক্লিক করুন

২) তারপরে 'ম্যানেজ স্টোরেজ' অপশনে ক্লিক করুন। 

৩)এর পরে আপনি আপনার পছন্দমত কোন চ্যাট থেকে ছবি বা ভিডিও ডিলিট ডিলিট করার অপশন পাবেন সেই মতো একটি চ্যাট সিলেক্ট করুন

৪) এরপরে সেই চ্যাটে যে-যে ভিডিও এবং ছবিগুলো ডিলিট করতে চান সেগুলো সিলেক্ট করুন

৫) এরপরে 'ডিলিট' বাটনে ক্লিক করে সেগুলি ডিলিট করুন। তারপরই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সে সমস্ত ছবি ও ভিডিও ডিলিট হয়ে যাবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ