Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতে ত্বক সতেজ রাখার টিপস নিন অভিনেত্রী ভাগশ্রীর কাছে



শীতে ত্বক সতেজ রাখার টিপস নিন অভিনেত্রী ভাগশ্রীর কাছে



বয়স বাড়তে থাকলেও আমরা চাই আমাদের ত্বকে যেন বয়সের ছাপ না পড়ে। আর সেই মতো ত্বকের যত্ন নেন অভিনয় জগতের অভিনেতা-অভিনেত্রীরা। নিজের ত্বককে ৫১ বছর বয়সেও নিজের ত্বককে সতেজ রেখেছেন ভাগ‍্যশ্রী। শুধু শরীর নয় ত্বকেরও যে যত্ন নেওয়া দরকার তা তিনি মনে করিয়ে দেন তিনি। 


ইন্সটাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন কেন ত্বকের যত্ন নেওয়া জরুরী। কেমিক‍্যাল মুক্ত ক্রিমকেই ব‍্যবহার করার কথা জানালেন তিনি। তবে এর একমাত্র উপায় হিসাবে জানালেন গ্লিসারিনের কথা। তিনি বলেন, গ্লিসারিন ত্বকের জন্য় উপযোগী, সস্তা এবং সহজলভ‍্য‍। গ্লিসারিন ত্বকের সঙ্গে সহজে মিশে যায় এবং ত্বককে স্নিগ্ধ রাখে।



তবে গ্লিসারিন ব‍্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। গ্লিসারিন হাতে নিয়ে তা মুখে এবং গলায় মেখে ২০ মিনিট থাকতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে অবশ‍্যই সতর্ক থাকতে হবে চোখে চলে না যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code