ভাইফোটার বাজারে ইলিশেরদাম আকাশছোঁয়া





ভাইফোটার বাজারে ইলিশেরদাম আকাশছোঁয়া। ভাইফোটাতে বাজারে ইলিশ ছেঁয়ে গেলেও দামে কমেনি এই ইলিশের।

আজ ভাইফোটা।কিন্তু করোনার কারণে এই বার একবারেই আলাদা হচ্ছে ভাইফোটার মজা। বাজারে অনেক ধরনের ইলিশ মাছ আসলেও দাম কমেনি বরং আগের থেকে বেড়েছে।


বিক্রেতারা বলেন আমদানি কম ,তাই দাম একটু বেশি।কিন্তু বিক্রি একেবারেই নেই।




এই দিন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার প্রভৃতি জেলা বাজার কেন্দ্রগুলিতে  সাধারণ ইলিশ আটশো থেকে হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে বারো থেকে পনেরো শো টাকা। তাই করোনার কারণেও দাম কমেনি বাঙালির প্রিয় ইলিশ মাছের। 

ভাই ফোঁটার বাজারে দিদিদের অবস্থা তাই অনেকটাই নাজেহাল ।